top of page

ভাষা দিবস

  • Writer: Abhijit Chakraborty
    Abhijit Chakraborty
  • Apr 6, 2020
  • 1 min read

ree

স্কুলের প্রেয়ার লাইনে দাঁড়িয়ে থাকার সময় বুঝতে পারি নি কেন লক্ষ্মীকান্ত বাবু আর বিভূতিবাবু আজকের দিন টা সম্বন্ধে এত কিছু বলতেন। কি আর এমন আহামরি দিন? এটা তো আর পাঁচটা দিনের মতন ই। আমাদের অবশ্য বেজায় মজা। ক্লাসে ঢুকে পড়াশুনো করার থেকে  মাঠে যতটা বেশি সময় কাটানো যায়। আমার যদিও রাগ হয় নিজের উপর। চেহারার প্রতিকূলতার জন্য লাইনের সামনে দাঁড়াতে হয়, পেছনের দিকে দাঁড়িয়ে খুনসুটিতে মেতে উঠতে পারি না। সামনে মাস্টারমশাই দের আবেগ বা অনুভূতি বোঝার থেকে পেছনের ফিসফিস করে বলা গল্পগুলোতে চোখ ও কান বেশি তৎপর। বয়সের সাথে চালশে অভিজ্ঞতায় আজ বোধহয় একাত্ম বোধকরি ওই মানুষ গড়ার কারিগরদের সাথে। জন্ম, মৃত্যু, প্রেম-বিরহ, আনন্দ, যন্ত্রণা, আশা-নিরাশার দোলাচল - সব অনুভূতিতে আমাকে আগলে রাখে সে। গানে, কবিতায়, ছন্দে তার নিজের সুবাস ছড়িয়ে দেয়। এতটাই তার দীপ্ত কিন্তু পেলব উপস্থিতি। আজকে যখন আমরা প্রত্যেকে নিজেদের জীবনে ছুটে চলেছি নিজেদেরকে আরো সুরক্ষিত ভাবে রাখার চেষ্ঠায়, তখন ভাবতে অবাক লাগে কি ভাবে কিছু মানুষ শুধু মাত্র একটা ভাষার জন্য নিজেদের জীবনকে বন্দুকের নলের সামনে এগিয়ে দেয়? ভাষা কি তাহলে পরিবারের জায়গা নিয়েছিল না কি   ভাষা নিজের অস্তিত্বের প্রশ্ন তুলেছিল? বিশ্বের বাইশ কোটি মানুষের ভালোবাসায়, মনের অনুরণনে অনাদরে বেড়ে ওঠা এই ভাষার প্রতি এই একদিনের আবেগ শুধু কি সোশ্যাল মিডিয়ায় নিজেদের কে জাহির করার জন্য? জীবনের বাকি সম্পর্কের অনুভূতির উদযাপন যেরকম শুধুমাত্র একটা দিনের জন্য সীমাবদ্ধ ! আমার কোনো আন্দোলন করার দায় বা দায়িত্ব নেই তাই আজকের দিনে নিজের  দ্বিচারীয়তা প্রমাণ করার সুযোগের সদ্ব্যবহার করলাম নিজেদের অবিরাম ছুটে চলার ফাঁকে একটু দম নিয়ে। বেঁচে থাকুন ওই মানুষ গড়ার কারিগররা, বেঁচে থাকুক আমার ভাষা, বেঁচে থাকুক ওই ভাষা আন্দোলনের শহীদরা - অমর হোক আমার বাংলা ভাষা।

Comments


©2020 by Hizibizi Online

bottom of page