অঙ্কের ক্লাস
- Abhijit Chakraborty

- Sep 11, 2021
- 2 min read

রবিবার ভোরেও ফোন আসার বিরাম নেই। অন্য সময় হলে ফোনটা বন্ধ করে রাখা যেত, এখনতো সে উপায়ও নেই। ভোটের সময়। রজত সেনগুপ্ত, দুঁদে নেতা, কলেজ জীবন থেকে এখনও অব্দি ভোটে কখনো হারের মুখ দেখে নি। নিজের সাফল্যকে সুনিশ্চিত করার লক্ষ্যে বেশ কয়েকবার দলবদল করতেও নিজের বিবেকের সাথে আপোষ করার প্রয়োজন পরেনি। আয়নার সামনে নিজেকে জয়ী দেখার খিদে একটুও কমেনি এখনও। রজত সেনগুপ্তের একশো শতাংশ সাফল্য দেখে ডন ব্র্যাডম্যান নিশ্চয়ই আফশোষ করেন ওনার শেষ টেস্টের শূন্য রান করা নিয়ে।
ঘুম জড়ানো গলায় যতটা সম্ভব বিরক্তির ভাবকে লুকিয়ে ফোনটা ধরতে হলো।
-"রজত দা, ভোরবেলা আপনাকে একটু ডিস্টার্ব করলাম, আসলে..'। -"আরে কোনো ব্যাপার নয়।' বাপ্পা, নতুন দলের কর্মী, ইতস্তত করছে দেখে গলা টা আরো মোলায়েম হয়ে উঠলো। -"আমার পাড়ার এক পরিচিত জেঠুর অবস্থা খুব একটা ভালো নয়। কোভিড। ডক্টর হসপিটালে ভর্তি করতে বলছে। কাল সন্ধ্যে থেকে চেষ্টা চালিয়েও কোনো বেডের ব্যবস্থা করতে পারি নি। ' -"হ্যাঁ, বাপ্পা খুব খারাপ অবস্থা চারিদিকে। ওনার বয়স কত? বাড়িতে কে কে আছেন?'। রজতের গলার আন্তরিকতায় বাপ্পা একটা আশার আলো দেখতে পাচ্ছে। -"আসলে উনি অকৃতদার, বয়স প্রায় আশি ছুঁই ছুঁই। নির্মল জেঠু সে রকম কোনো আত্মীয় নেই, তাই আমরা পাড়ার ছেলেরা ই..'। -"তোমাদের ওখানে তো ভোট হয়ে গেছে, তাই না বাপ্পা?' -" হ্যাঁ রজত দা। নির্মল জেঠু আমাদের দলেই ভোট দিয়েছেন।' -"কোভিডে মানুষের পাশে দাঁড়ানোটা মুখ্য, আর সেটা দলমত নির্বিশেষে। ' ফোনের ওপার থেকে ভেসে আসা গলার স্বরে জননেতার আবেগের স্পর্শ বাপ্পাকে ছুঁয়ে যায়। -"বাপ্পা, মাধ্যমিকে তুমি অঙ্কে কত পেয়েছিলে?'
নির্মল জেঠু'র হসপিটালে ভর্তির সাথে নিজের মাধ্যমিকের অঙ্কের পাওয়া নম্বরের যোগাযোগ খোঁজার চেষ্টায় বাপ্পা মাঝ সাগরে খেই হারিয়ে সাঁতার কাটছে।
-"ওই টেনেটুনে পাশ করেছিলাম। কিন্তু রজত দা, এই প্রশ্ন টা ঠিক বুঝতে পারলাম না। মানে, এর সাথে হসপিটালে ভর্তির কোনো সম্পর্ক..'।
বাপ্পার কথা শেষ হবার আগেই রজত সেনগুপ্তের মোলায়েম গলাটা আরো বেশি মধুর হয়ে গেল।
-" অ্যাই অ্যাম ভেরি সরি, বাপ্পা। আমারই প্রশ্ন টা করা উচিৎ হয় নি। আশি ছুঁই ছুঁই অনাত্মীয় পরিচিতর একটা মাত্র ভোটের জন্য রজত সেনগুপ্তের রবিবারের ভোরের ঘুম যে ভাঙাবে, সে আর যাই হোক, অঙ্কে ভালো হতে পারে না। খুবই কাঁচা। ভোটের ডামাডোল টা কাটুক, তারপর তোমাদের কে নিয়ে একটু অঙ্কের ক্লাশ করতে বসতে হবে। অঙ্ক ছাড়া তো ভোটে জেতা সম্ভব নয়! আমার আর একটা ফোন আসছে, এখন রাখি? আর যে কোনো দরকারে যে কোনো সময়ে মানুষের সাথে থাকার চেষ্টা চালিয়ে যাও। তোমাদের মতন কাজের মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।'
ফোনটা কাটার আওয়াজে বাপ্পা এখনো ভেবে যাচ্ছে, মাধ্যমিকে একটু বেশি নম্বর পেলে কি নির্মল জেঠু হসপিটালে ভর্তি হতে পারতো?




Comments