top of page

কৃষ্ণলীলা

  • Writer: Abhijit Chakraborty
    Abhijit Chakraborty
  • Apr 8, 2020
  • 2 min read

বাজার থেকে আসার সময় একটু ভালো মাখন, ভেলি গুড় আর তাল নিয়ে এসো - রবিবারের সকালের আদুরে ঘুমের গুষ্ঠি উদ্ধার। বউ-এর কৃষ্ণ প্রেম দেখে ভদ্রলোকের উপর রাগটা আরো বেড়ে গেল। ষোলো হাজারের উপর প্রেম, অফিসিয়ালি আটটা বউ - এর পরেও মাখন খাওয়ানোর মানুষের অভাব নেই। আমি খেতে চাইলে, কোলেস্টেরল এর মুখ ঝামটা। বেচারা নারদ, ওই ষোলো হাজার থেকে মাত্র একজনকে চেয়েছিল নিজের ব্যাচেলর স্ট্যাটাস আপডেট করার ইচ্ছাতে। ষোলো হাজার গোপিনির মধ্যে যাকে খুশি বেছে নেওয়ার অপশন ছিল, শুধু একটা শর্তে - প্রপোজ করার সময় গোপিনি যেন একা থাকে। বলাবাহুল্য, নারদ আজও ফেসবুকে সিঙ্গল। কাউকেই কখনো একা ফিল করতে দেয় নি, ডেডিকেশন টা দেখার মতন। বিদ্যাসাগর মহাশয়ও লিখে গেছেন - গোপাল বড়ো ভালো ছেলে। কাশীর অভাগা বিধবা নারীদের প্রেমকে শারীরিক থেকে প্লেটোনিক পর্যায়ে যিনি নিয়ে গেছেন তাঁকে ভালো না বললে বিধবা বিবাহ রূপকার হয়ত অন্য কারুর নাম হতো - কোন দিক থেকে কোন কলকাঠি নড়ে যেত কে জানে। বেচারা দুর্যোধন নারায়নী সেনার ছক টাই ধরতে পারলো না । শকুনি মনে হয় একটু ঠিকঠাক চেনার চেষ্ঠা করে ছিল। তার রেজাল্ট - মহাভারতের যুদ্ধের পুরো কেস টা ওই দাবা খেলা দিয়ে শকুনির ঘাড়ে। এমন কি চোপড়া সাহেব কে দিয়ে ম্যাক্সিমাম এপিসোড ওই দাবা খেলা আর কাপড় খোলা। নর্থ ইন্ডিয়া টা কে কব্জা করা টা বেশি দরকার। রাজ্যসভা আর লোকসভা দুটোরই ম্যাক্সিমাম সিট কভারেজ ওইখানে। রাজনীতির জনকের জন্মদিন টা আর একটু জাঁকজমক ভাবে সেলিব্রেশন করাতে হবে। স্বদেশ প্রীতি জাগাতে হবে যুবকদের মনে। বিদেশি ভ্যালেন্টাইন ডে সরিয়ে জন্মদিন টা যদি জাতীয় প্রেম দিবস হিসাবে পালন হয় তাহলে নতুন প্রজন্মকেও কাছে টেনে নেওয়া যাবে এই গো-মাতা বিতর্ক সরিয়ে। গরুর দুধেই তো মাখন হয়। বউ মাখন আনতে বলবে এতে আর অবাক হবার কি আছে। তোমার লীলা ই আমার পথ। মাঝে মাঝে একটু বাচাল হয়ে যাই। আমাদের জন্য একটু সিম্পল একটা গীতা লিখলে সুবিধা হয়।

Comments


©2020 by Hizibizi Online

bottom of page