top of page

আমরা বাঙালি # ৪ #

  • Writer: Abhijit Chakraborty
    Abhijit Chakraborty
  • Dec 13, 2025
  • 2 min read

বাংলার নবজাগরণ থেকে বাঙালির নাটক চর্চা শুরু । গিরিশ ঘোষ থেকে শম্ভু মিত্র , উৎপল দত্ত হয়ে বাঙালি এখনও নাটক কে ভালোবেসে ঋদ্ধ হয়। সপ্তাহব্যাপী নন্দন ও একাডেমির বাইরের চায়ের দোকানের ভিড় দেখে নাটকের উপর ভালোবাসা যাচাই না করাই অবশ্য বুদ্ধিমানের কাজ ।


সারাদিনের মগজ ধোলাই শেষে এক সফল কর্পোরেট বাঙালি ঘনিষ্ঠ বন্ধুবৃত্তে নিজের আগল খুলে এক আতঙ্কের কথা বলতে শুরু করেছে । সাফল্যের সিঁড়ি আর কর্পোরেটের চোরাগোপ্তা কূটনীতি কে প্রতিদিনের সঙ্গী করে বাঙালি এগিয়ে চলেছে তাঁর জীবনের লক্ষ্যে । ভালো বাড়ি, ভালো গাড়ি চড়া ছাড়া লক্ষ্য টা ঠিক কি সেটা নিয়ে অবশ্য সে একটু দিশাহারা । সেই দিশেহারা মনে নতুন আতঙ্ক - কর্পোরেট ট্রেনিং ।


কর্মক্ষেত্রে নিজেকে আরও সফল করে তোলার লক্ষ্যে বাঙালি এক নামিদামি বিদেশি ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট প্রোগ্রামে নিজেকে নথিভুক্তি করেছে। রোজ ক্লাস করার কোনও বাধ্যবাধকতা নেই , সপ্তাহে একঘণ্টা করে অনলাইন ক্লাস আর সপ্তাহান্তে ঘণ্টা পাঁচ পরীক্ষা দিতে।। আট সপ্তাহের শেষে সোশ্যাল মিডিয়াতে নিজেকে আরো জ্ঞানী ও শিক্ষিত প্রমাণ করার সার্টিফিকেট পাওয়ার জন্য এই টুকু কষ্ট করা যেতেই পারে ।


সবই ঠিক ছিল , হটাৎ করে বিনামেঘে বজ্রপাত! পরীক্ষক রূপে মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত সিস্টেমের আবির্ভাব।


যে কোনও প্রতিষ্ঠানের বোর্ডের প্রভাবশালী ব্যক্তিদের সামনে নিজের আড়ষ্টটা কাটিয়ে নিজেকে সাবলীল এবং আত্মবিশ্বাসী উপস্থিতির পরীক্ষা। কোনো এক প্রতিষ্ঠান কে কল্পনা করে প্রেসেন্টেশন দিতে হবে তারপর সেই প্রেসেন্টেশনের ভিডিও রেকর্ডিং সিস্টেমে আপলোড করলে পরীক্ষক তার মতামত জানাবে।


শনিবারের সন্ধ্যে। বাড়িতে বাঙালি নিজের ঘরের দরজা বন্ধ করে পরীক্ষা দেওয়া শুরু করেছে। একবার, দুবার , তিনবার। কিছুতেই আর পাশ করা সম্ভব হচ্ছে না । কৃত্রিম বুদ্ধিমত্তা একটার পর একটা খুঁত খুঁজে পাচ্ছে। কখনও একটু বেশি হেলে যাওয়ার জন্য , কখনো বা একটু ঝুঁকে পড়ার কারণে। আবার কখনও একটু বেশি তাড়াতাড়ি কথা বলার জন্য । সাতবারের শেষে অবশ্য পরীক্ষক সন্তুষ্ট হলেন ।


পরীক্ষা শেষে বিধ্বস্ত বাঙালি ঘর থেকে বেরোতেই তেরো বছরের মেয়ের কৌতুহলী প্রশ্ন- “বাবা তুমি কি কোনও নাটকের রিহার্সাল করছিলে”? আতঙ্কিত বাঙালির এখন বাইরেও বিপদ - ঘরেও কোনও নিরাপত্তা নেই ।


নাটক পাগল বাঙালির জীবনে নাটকীয় ঘটনার অভাব নেই । সেটা যতই সাজানো ঘটনা , তুচ্ছ ঘটনার পদবি পাক। অভিনয় টা বাঙালির রক্তে আছে !


Comments


©2020 by Hizibizi Online

bottom of page