আমরা বাঙালি # ২ #
- Abhijit Chakraborty

- Dec 13, 2025
- 1 min read

ছোটবেলা থেকে শুনে আসছি বাঙালি দের সাহসের জন্য ইতিহাস বেশ সমীহ করে চলে । দুর্যোগ রাতে উথাল পাতাল দামোদর সাঁতরে পাড় হওয়া থেকে চিড়িয়াখানা তে বাঘ কে মালা পড়ানো । দীর্ঘ রাস্তা ধরে বাঙালি অকুতোভয় । ভয় কে জয় করা বাঙালির কড়ে আঙুলের ব্যাপার ।
এক বাঙালি পুণে থেকে কলকাতা ফিরছে অফিসের কাজ শেষ করে । আগের রাতে দিল্লিতে সন্ত্রাসবাদীরা গাড়ি বোমা ফাটিয়ে আবার বেশ কিছু নিরীহ লোকের প্রাণ নিয়েছে । আজকে তাই সব এয়ারপোর্টে একটু বেশি করে খানা তল্লাশি। অফিসের মিটিংয়ের চাপে দুপুরের লাঞ্চ টাও করা হয় নি । খিদেও পেয়েছে বেশ। সিকিউরিটি চেকিং শেষ করে সোজা ফুড কোর্ট ।
-কেবিন ব্যাগ !!!
ফুড কোর্টে ঢুকেই একটা চাপা আর্তনাদ ।প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ভেবে চলেছে বাঙালি । ব্যাগ হারানোর থেকেও প্রথম চিন্তা - লাওয়ারিশ ব্যাগ কে নিয়ে এতক্ষণে ভিড় জমে নিশ্চয়ই আতঙ্ক তৈরি হয়েছে আর তারপর ইচ্ছে করে ব্যাগ ফেলে রেখে যাওয়ার অপরাধে কপালে হাজতবাস!
বুক ধড়ফড় করা অবস্থায় সিকিউরিটি গেটের কাছে আসতেই, ভেতরে গুড় গুড় করা উৎকণ্ঠা থেকে মুক্তি । দূর থেকেই দেখা যাচ্ছে ব্যাগ টা । আপনভোলার মতন দাড়িয়ে আছে ।আশেপাশে কেউ নেই । চুপি চুপি গিয়ে টুক করে ব্যাগ টা হাতে নিয়ে কোনও দিকে না তাকিয়ে হাঁটা শুরু ফুড কোর্টের দিকে ।
ভরা পেটে ফ্লাইটে উঠেই বাঙালি ঘুমের দেশে । বিমান মাঝ আকাশে , কাঁচা ঘুম ভেঙে মনের মধ্যে হটাৎ আবার একটা চিন্তার উঁকিঝুঁকি — খুঁজে পাওয়া ব্যাগ টা কি নিজের ? নিয়ে আসার সময় ব্যাগ খুলে তো পরীক্ষা করা হয় নি । তাহলে কি কোনও সন্ত্রাসবাদীর ফেলে যাওয়া বোমা সুদ্ধু ব্যাগ এর সাথে ব্যাগ-বদল!!!!
অকুতোভয় অনুপ্রাণিত বাঙালির ভয় কে আর জয় করার দরকার হয় না , ভয়ের মধ্যে থাকতেই বেশ ভালো লাগে !!!




Comments