আমরা বাঙালি # ১ #
- Abhijit Chakraborty

- Dec 13, 2025
- 1 min read

আমরা সবাই কেমন রাম গরুড়ের ছানা হয়ে গেছি । আমাদের হাসতে মানা । বাজারে নতুন ট্রেন্ড- দুঃখের সাথে সহবাস। না পাওয়ার দুঃখ। পাওয়ার পরে হারিয়ে ফেলার ভয়ের দুঃখ । দূরের মানুষ কিছু পেলে দুঃখ, কাছের মানুষ কিছু না পেলে দুঃখ।
এক স্বচ্ছল বাঙালি ঘুরতে যাবার সময় বার করেছে অনেক দুঃখ- কষ্ট করে । স্বামী , স্ত্রী ও তাঁদের এক ছেলে । বাবা - মা গত হয়েছেন বেশ কিছু বছর । বন্ধু বান্ধব প্রচুর কিন্তু পরিবারের আত্মীয় স্বজন খুব সীমিত। ব্যাংক ব্যালান্স , স্থাবর অস্থাবর সম্পদ ও খুব কম নেই । হটাৎ করে মনে হলো - ঘুরতে গিয়ে বিমান দুর্ঘটনায় যদি স্ত্রী-পুত্র সহ যদি তিন জনেরই সলিল সমাধি হয় তাহলে এই বিপুল সম্পত্তির কি হবে ? সবই কি তাহলে সরকারি সম্পত্তি হয়ে যাবে ?
দুঃখ খুঁজে নেবার মধ্যে বেশ এক আকর্ষণ আছে !!
ফ্রয়েড যে ভাবে দুঃখ বা শোক নিয়ে বলেছেন- মন খারাপ করলে পৃথিবী টা ছোট লাগে , ভালোবাসার অভাব মনে হয় কিন্তু হতাশার দুঃখ তে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন জাগে ।
আমাদের কি মন খারাপের দুঃখ না কি হতাশার অনুভূতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে ?




Comments