top of page

আমরা বাঙালি # ৩ #

  • Writer: Abhijit Chakraborty
    Abhijit Chakraborty
  • Dec 13, 2025
  • 2 min read

এক ডাকবুকো বাঙালি শীত গ্রীষ্ম বারোমাস নিজেকে সুস্থ রাখে লেকের জলে ঘণ্টা খানেক সাঁতার কেটে । দুর্জনের মুখে ঝামা ঘসে দিয়ে বয়সকালে সে গঙ্গাতে সাঁতার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী দের কয়েক কিলোমিটার পিছনে ফেলে চ্যাম্পিয়ন্স হতো । এখন কাকু আর জেঠুর মধ্যের বয়স , তাই লেকের জলেই নিজেকে বেঁধে রাখতে হয় ।


সদ্য কুয়াশা পড়া কলকাতার ভিজে এক সকালে সেই লেকের জলেই নামতে গিয়ে বিপত্তি! হটাৎ করে এক দিকভ্রষ্ট শামুক চলে এলো বাঙালির পায়ের তলায় । শামুকের জীবন বাঁচাতে বাঙালি দৃঢ়প্রতিজ্ঞ । শ্যাওলা ধরা সিড়িতে মাইকেল জ্যাকসনের মতন ব্রেক ডান্স করে নিজেকে দাঁড় করিয়ে রাখার প্রাণপণ চেষ্ঠার বিফল পরিসমাপ্তি, ভূপতিত বাঙালির আর্তনাদে । আপাতত বেশ কিছুদিনের জন্য অফিস যাওয়া বন্ধ । স্বাভাবিক ভাবেই অফিস ফেরত আড্ডা আর সপ্তাহ শেষের আমোদ প্রমোদও স্থগিত ।


ঘটনার সপ্তাহ তিনেক বাদে , কয়েক জন হিতৈষী বন্ধু বাঙালির বাড়িতে এসে একটু অবাক! পায়ে কোনও প্লাস্টার নেই , নিদেনপক্ষে কোনও আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া একটু দুষ্কর । শুধু ডান পায়ের বুড়ো আঙুলের ভিতরে একটা ছোটো কাঁটার দাগ । সামান্য এইটুকুর জন্য ডাকবুকো বাঙালি আজ কুপোকাত?


পরিস্থিতির একটু সত্য উদঘাটন করার অভিপ্রায়ে শুভাকাঙ্খী বন্ধুদের সাথে বাঙালির প্রশ্নোত্তর পর্বের শেষে কিছু জরুরি তথ্য উঠে এলো । পায়ের বুড়ো আঙুলে ব্যথা হলেও , ক্রকসের আঙুল ঢাকা জুতো পরেই বাঙালি এখন হাঁটছে। বুড়ো আঙুলে ব্যথা কিন্তু তার জেরেই বেশিক্ষণ পা ঝুলিয়ে রাখতে কষ্ট হচ্ছে আর সেই কারণেই বাঙালি বাড়ি থেকেই অফিস করছে । ডাক্তারবাবুর পরামর্শে “বিশ্রাম” থাকলেও প্রেসক্রিপশনে “বিছানায় বিশ্রাম“ নেবার কথা অনুপস্থিত! মাস দেড়েক হলো, বাঙালির নতুন অফিসে নোটিশ এসেছে - এবার থেকে সশরীরে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক।


রাখে হরি মারে কে !!!

ডাকাবুকো বাঙালিকে কব্জা করা অত সহজ নয়। যে কোনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নেবার ক্ষমতা রাখে বাঙালি । আত্মবলিদান বাঙালির সবচেয়ে গৌরবের অধ্যায়। সামাজিক , প্রাতিষ্ঠানিক , রাজনৈতিক , সাংস্কৃতিক, অর্থনৈতিক - সবক্ষেত্রে সমান ভাবে প্রাসঙ্গিক।


Comments


©2020 by Hizibizi Online

bottom of page