বন্দিদশা
- Abhijit Chakraborty

- Mar 31, 2020
- 1 min read
Updated: Apr 6, 2020

হটাৎ করে নিঝুম শহর ব্যস্ত জীবন থমকে দাঁড়ি মুঠো ফোনে ত্রস্ত নজর সন্দেহ চোখ পাশের বাড়ি।
অসহায় দেশ উথাল পাতাল স্তব্ধ সময় মহামারী, বিশ্বজুড়ে মৃত্যু মিছিল সাদা কাপড় সাঁজোয়া গাড়ী। থাকো তফাতে, আরো তফাতে পৃথিবী ব্যাপী ফতোয়া জারি, নির্বাসনের নিদারুণ আঘাতে ভালোবাসা আজ মাধুকরী। এরই মধ্যে আশার আলো চাইছে মানুষ অন্য জনের ভালো, বন্দিদশায় পড়ছে মনে ফেলে আসা সম্পর্কের ঋণে। আসবে সুদিন, থামবে ঝড় মিলবে মানুষ অনেক দিন পর, ফুটবে পলাশ নতুন করে রাঙিয়ে দিয়ে ভালোবাসার সুরে।




Comments