মুক্তি
- Abhijit Chakraborty

- Sep 11, 2021
- 1 min read

অনেকদিন পর রাস্তা দেখতে পেলাম, অনেকটা এক শ্রাবণ সন্ধ্যের মেঘ ঢালা বৃষ্টির পরের আকাশের মতন - যেখানে তারা গুলো আর ভয়ে মুখ লুকিয়ে নেই।
অনেকদিন পর গলা ছেড়ে গান গাইলাম মনের আনন্দে, তৃতীয় আর ষষ্ঠ স্বরের পিঠে চেপে নিজের মাটি হারানোর কষ্ট কে হেলায় সরিয়ে রেখে।
অনেকদিন পর নিজেকে মুক্তি দিলাম ক্লান্ত, নুইয়ে পড়া আবেগ থেকে, বিধস্ত ক্ষয়ে চলা অভিশাপ জীর্ণ ফল্গু তে নতুন করে জল আনবো বলে।
অনেকদিন পরে আয়নার সামনে দাঁড়ালাম নিজেকে সুন্দর দেখব বলে, কেতাদুরস্ত ষড়যন্ত্র কে সবার সামনে নিয়ে এসে স্বাধীনতার উল্লাসে মেতে ওঠার আনন্দে।




Comments