top of page

শেষ রাতের স্বপ্ন

  • Writer: Abhijit Chakraborty
    Abhijit Chakraborty
  • Sep 8, 2020
  • 1 min read

ree

বিনিদ্র রাত কাটে

অন্তহীন অপেক্ষায়

নাগরিক জঙ্গলে,

ক্লান্ত স্থবির জীবন

এখনো পাখা মেলে

নীরার খোঁজে।


ছেড়া ক্যানভাসে ওঠে ঝড়

আঁকতে চেয়ে তোমার

আবরণশূণ্য উপত্যকা,

ছুঁতে চায় ঠোঁট

ভালোবাসার নেশার ঘরে -

আগলহীন স্বপ্ন পূরণ।


বাউন্ডুলে মধু রাতে

তারাদের মাঝে ,

তোমাকে জোনাকি ভেবে

আদর করার অছিলায়

খুঁজে পায় পরশ পাথর -

হারিয়ে যাওয়া তোমার কালো তিল।


কথা দিয়ে কথা না রাখার

মানুষের ভিড়ে,

লুকিয়ে থাকা হাতছানির গন্ধে

নোঙর ফেলে কলম্বাস

আমার ছদ্মবেশে

তোমার আগুনে, জ্বলবে বলে।


ছাই হওয়া ভিসুভিয়াস

জেগে থাকে ,আমার কল্পনায়

শেষ রাতের

স্বপ্ন দেখবে বলে

আজন্ম

অধরা নীরার খোঁজে।





Comments


©2020 by Hizibizi Online

bottom of page