কথোপকথন #১
- Abhijit Chakraborty

- Dec 16, 2023
- 1 min read

বসন্তের নিশ্চল বিকেলে পুরোনো প্রেম কানে কানে বলে
শুনলাম নতুন প্রেম কড়া নাড়ছে?
অবাক চোখে হেসে বললাম - তাই নাকি?
কেন তুমি বুঝতে পারছো না? - মায়াবী মুখের অবুঝ প্রশ্ন।
আমি বলি -
নতুন প্রেম যদি বেনারসির গন্ধ,
পুরোনো প্রেম তাহলে সুতির শাড়ির আটপৌরে আবেগ।
নতুন প্রেম যদি ছবি আঁকে গভীর রাতের নিয়ন আলোর উত্তেজনার,
পুরোনো প্রেম গভীর হয় বাস্তবের হসপিটালের ক্যাথিটার পড়ানো রাত জাগা উৎকণ্ঠায়।
নতুন প্রেম যদি নিয়ে আসে আগামী দিনের প্রতিশ্রুতি,
পুরোনো প্রেম সম্পৃক্ত হয় সম্পর্কের দায়বদ্ধতায়।
এ তোমার কবিতার যুক্তি
আদুরে চোখের পুরোনো প্রেমের অনুযোগ।
আমি শেষ করি -
নতুন প্রেম বলে আমাকে শুধু ভালোবাসো
পুরোনো প্রেমের নীরব উত্তর - তুমি শুধু ভালো থেকো।


Comments